ইন্সটাগ্রামে নতুন অ্যাপ

৫ অক্টোবর, ২০১৯ ১৫:২৫  
অ্যানড্রয়েট এবং আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ ‘থ্রেটস’ চালু করেছে ফেসবুক। তবে বিশ্বের সকল ব্যবহারকারীদের কাছে অ্যাপটি পৌঁছাতে আরো কিছুদিন সময় লাগবে। থ্রেটস অ্যাপটি একেবারেই আনকোড়া না হলেও ব্যতিক্রমী ধারণা ইন্সটাগ্রাম অ্যাপটিকে সম্প্রসারিত করে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা যুক্ত করা হয়েছে। এই ক্যামেরা-ফাস্ট মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের মাধ্যমেই সীমিত সংখ্যক বন্ধুর সঙ্গে যুক্ত থাকতে পারবেন। ইন্সটাগ্রামের প্রোডাক্ট ডিরেক্টর রবি স্টেইন বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা ইন্সটাগ্রামে বিভিন্ন ধরনের নতুন সেবা যুক্ত করেছি। এখান থেকে ব্যবহারকারীরা সরাসরি ভিজ্যুয়াল মেসেজের মাধ্যমে তাদের প্রতি মুহূর্তের ঘটনা গুলো শেয়ার করতে পারবেন। আপনার ছোট ছোট গ্রুপের বন্ধুদের সাথে আমরা দিনের সব সময় সংযোগ ঘটাতে চাই। এভাবে আপনার কাজ ও অনুভুতি গুলোর ছবি বা ভিডিও পাঠিয়ে যোগাযোগ করতে পারেন। এ কারণেই আমরা থ্রেটস তৈরী করেছি। এটি কাছের বন্ধুদের সাথে মেসেজের নতুন পদ্ধতি।’ থ্রেটস এর মাধ্যমে ইন্সটাগ্রাম ব্যবহারকারীগণ ছবি, ভিডিও, মেসেজ এবং ঘটনা শেয়ার করতে পারবেন। এটিতে কারো অনধিকার প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি ইনস্ট্রাগ্রাম অ্যাপের মতো ততটা বিস্তৃত পরিসরে দেখাবে না। এই থ্রেটস অ্যাপ দিয়ে ব্যবহারকারী একটি সীমিত তালিকা করতে পারেন যা একই সাথে ইন্সট্রাগ্রামের প্রধান অ্যাপেও কাজ করবে। এই অ্যাপটিতে একটি স্ট্যাটাস ফিচার থাকবে, যেখানে পড়াশুনা থেকে শুরু করে সারা দিনের গতিপ্রকৃতি সবকিছু যুক্ত করা যাবে। ফেসবুক অ্যাপসে যেমনটা আছে। রবি স্টেইন আরো যুক্ত করেন, ‘শুধুমাত্র আপনার কাছের বন্ধুই আপনার স্ট্যাটাসটি দেখতে পারবে এবং এটি সম্পূর্ন বাছাই করা।’ থ্রেটস অ্যাপটি ইন্সটাগ্রামে নতুন মাত্রা যুক্ত করবে যেখানে থেকে সরাসরি মেসেজ করার সক্ষমতা তৈরী হবে। থ্রেটস এর মাধ্যমে অন্যদের মেসেজ পাঠালে সেটি ইন্সটাগ্রামে দেখাবে।